Wednesday, June 23, 2010





শ্রীমন মধুমঙ্গল মহরাজের অ-প্রকট লীলায় প্রবেশ.....
আজ বুধবার, ২৭ ত্রিবিক্রম ৫২৪ গৌরাব্দ, দাদ্বাশী, ৮ আসার ১৪১৭ বঙ্গাব্দ, ২৩ জুন ২০১০ খ্রীস্টাব্দ সকাল ১০তর সময় বৃন্দাবনের বৃন্দা-কুঞ্জের নিজ-কক্ষ্যে শ্রীল ভক্তি রক্ষক শ্রীধর মহারাজের শিষ্য শ্রীমন মধুমঙ্গল মহারাজ মর্ত্য লোকের প্রকট লীলা শেষ করিয়া অ-প্রকট লীলার মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণের নিত্য লীলার ধামে প্রবেশ করিয়াছেন, প্রায় ৮০ বত্সর বয়সী আজীবন ব্রহ্মচারী মধুমঙ্গল মহারারাজ ১৯৫৩ খ্রীস্টাব্দে শ্রী চৈতন্য সারস্বত মঠের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি রক্ষক শ্রীধর মহরাজের নিকট হইতে দীক্ষা গ্রহনের পর থাকেই মঠ-বাসী, মাত্র ১৪ বছর বয়সে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ে দুরারোগ্য টাইফয়েড রোগে তার দৃষ্টিশক্তি হারানোর ফলে, তিনি তার গুরুদেবকে চর্ম-চক্ষু তে না দেখলেও মনের দৃষ্টিতে তার গুরুদেব কে দর্শন করেছিলেন ও তার কাছে ভজন, মৃদঙ্গ, করতাল ইত্যাদির শিক্ষা গ্রহণ করেছিলেন, প্রায় শতাধিক ভজন তার ঠোটে ছিল, গুরুদেবের কথা অনুসরণে গুরুদেব প্রকট থাকা কালীন কোনো দিন তিনি মঠের বাহিরে রাত্রি যাপন করেননি, তার এই গুরুভাক্তিই তাকে ব্রহ্মচারী হয়েও মহারজের আসনে উন্নীত করেছে, শেষ জীবন অবধি তিনি শ্রী শ্রী রাধারানী ও কৃষ্ণের উদেশ্যে কেবল অনবরত ভজন গেয়ে গেছেন, তার ভজন এর এর সুরে তিনি যে কোনো মানুস কে আপন করে নিতেন, দেশী ও বিদেশী ভক্ত দের কাছ থাকে পেয়েছেন অসীম শ্রদ্ধা, শেসের জীবন টা তিনি স্ব-ইচ্বা তেই আপন গুরু-ভ্রাতার তৈরী বৃন্দাবনের বৃন্দা-কুঞ্জতেই কাটিয়ে বৈকুন্ঠে রাধারানী নিত্যা-ধামে গমন করলেন......